আতর বাছাইয়ের ক্ষেত্রে বয়স, স্থান ইত্যাদি গুরুত্বপূর্ণ।

আতর বাছাইয়ের ক্ষেত্রে বয়স, স্থান গুরুত্বপূর্ণ। Effortbd

পোস্ট শেয়ার করুন

বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানদের জন্য আতর এবং টুপি বিশেষভাবে গুরুত্তপূর্ণ। সারাবছর আতর কেনা বেচা চলতেই থাকে। বিশেষ করে আমাদের প্রধান দুই উৎসব ঈদ এর সময় আমাদের মাঝে আতর কেনা বেচার ধুম পরে যায়। বিভিন্ন জরিপ থেকে পাওয়া গেছে ৮০ ভাগ আতর ঈদের সময় কেনা বেচা চলে। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে মন চায় একটু সুগন্ধি শরীরে মেখে নিতে। আতর মাখার পর দেহ মনে এক বিশেষ ধরণের অনুভূতির জন্ম দেয়।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, টুপির মতো আতরের বিক্রিও এখন অনেক কমে গেছে। করোনা মহামারীর পর থেকে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। বায়তুল মোকাররম মার্কেটের দোকানিদের দেওয়া তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে এক তোলা আতর সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকায় বিক্রি হচ্ছে। এখন সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দুবাই সহ বিশ্বের নামিদামি আতর আমাদের দেশেই পাওয়া যায়। দুবাইয়ের একটি বিলাসী আতর যার নাম উদে কাসাস। অসাধারণ সুন্দর গন্ধে মন এমনি ভোরে যায়। এ ছাড়া সৌদি আরবের মারিয়াম আতরের দাম সাড়ে চার হাজার টাকা। বাজারে কামার, মাজমা, আল হারামাইন ব্র্যান্ডের আতরের চাহিদা অনেক বেশি। মুসলমান মানুষ মাত্রই আতর প্রেমী।

রাজধানী ঢাকা সহ বাংলাদেশের সব জেলা শহর এমনকি গ্রামাঞ্চল গুলোতেও অনেকেই আতরের ব্যবসা করে চলেছেন। ছোট বড় দোকান সারা দেশেই বিস্তৃত। বাংলাদেশের বায়তুল মোকাররমে সবচাইতে বেশি আতরের দোকান আছে বলে মনে করা হয়। এখান থেকেই মূলত ব্যবসাইরা নিজেদের আতর সংগ্রহ করে থাকেন। দেশি বিদেশী সব ধরণের পণ্যই এখানে পাওয়া যায়। কোরোনার সময় বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গাতেই অনলাইন এ বিক্রি বেড়েছে। ই-কমার্স এখন খুবই জনপ্রিয় মাধ্যম। অনেকে শুধু ফেইসবুক এ পেজ খুলেই শুরু করেছিল নিজেদের ব্যবসা। কোরোনার মহামারীর পর থেকে দ্রব্যমূলের দাম দিন দিন বেড়েই চলেছে। বিদেশী পণ্য এখন সাধারণের ক্রক্ষমতার মধ্যে নেই। তবে নিজেদের সব প্রয়োজন মিটিয়ে কষ্ট করে হলেও আতর কেনা থেকে কেউ পিছিয়ে নেই। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান এখন বিভিন্ন ব্র্যান্ডের আতর তৈরী করছে। এমনকি বাংলাদেশেই তৈরি হচ্ছে বিশ্বের অনেক নামি-দামি আতর। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের প্রায় সব মানুষ বিভিন্ন ধরণের আতর বিশেষ করে,আগর-আতর শিল্পের সাথে জড়িত। এই এলাকায় প্রায় প্রত্যেক বাড়িতে গড়ে উঠেছে আতরের কারখানা।বাংলাদেশে রাজধানী ঢাকাতেও বেশ কয়েক জায়গায় অনেকগুলি আতরের মার্কেট আছে। রাজধানীর বায়তুল মোকররম মসজিদ মার্কেট, যমুনা ফিউচার পার্ক,গুলিস্তান, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, কাঁটাবন মসজিদ মার্কেট, চকবাজার এলাকায় রয়েছে অনেকগুলো আতরের দোকান। দীর্ঘদিন ধরেই এই মার্কেট গুলো আতরের জন্য জনপ্রি। এখানে বিশ্বের নামি দামী আতর পাওয়া যায়। যুগ যুগ ধরে নির্ভরযোগ্য মার্কেট গুলো সুনামের সাথে ব্যবসা করে চলছে।

আতর আমাদের জন্য পবিত্র একটা জিনিস। প্রত্যেক মুসলমান অনেক সন্মান করে নিজেদের শরীরে আতর মেখে পবিত্র মসজিদে ঈদের নামাজ সহ সব ধরণের নামাজ আদায় করেন। যেকোনো শুভ কাজে আতরকে সঙ্গী হিসাবে রাখেন নিজের সাথে। মুসলমানদের সাথে আতরের এক বিশেষ সংযোগ রয়েছে। আজ বাংলাদেশে অনলাইনের মাদ্ধমে আতরের ব্যবসা আগের থেকে ও অনেক বেশি প্রসারিত হয়েছে। আতরের জমজমাট ব্যবসা এখন ফেসবুকে। ওয়েবসাইট এর মাধ্যমেও বাংলাদেশের আতর ব্যবসায়ীরা নিজেদের ব্যবসাকে পরিচিত করে তুলছে মানুষের কাছে এবং প্রসারিত ও করছে। যত মন্দাই আসুক না কেন প্রয়োজন মানুষকে এগিয়ে নিয়েই যাবে। ইফোর্ট বিডি তেমনি একটি প্রতিষ্ঠান। ‘হালাল পথে সবার সাথে’ এই শ্লোগানকে সামনে রেখে নতুনরূপে হাজির হয়েছে ইফোর্ট বিডি। দীর্ঘ পাঁচ বছরের যাত্রায় বাংলাদেশের মানুষের অনুপ্রেরণায় নিরলস কাজ করে চলেছে। ইফোর্ট বিডি হালাল ফুডের সাথে এখন হালাল আতর নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এবার আসছে আরো সব নতুন নতুন প্রয়োজনীয় পণ্য। সুস্থতা ও আত্মিক পবিত্রতার পরশে নিজেকে পরিশুদ্ধ করতে ইফোর্ট বিডির সাথেই থাকুন।

ইফোর্ট বিডির প্রিমিয়াম ফ্লেভারের মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ নন-অ্যালকোহলিক খুশবু ওয়েল কম্বো প্যাকেজ, যা যেকোন পরিবেশে (অফিস, মাদ্রাসা, মসজিদ, কলেজ, ইউনিভার্সিটি কিংবা অনুষ্ঠান) মুগ্ধতা ছড়াবে ইনশাআল্লাহ🎁এটি নিজে ব্যবহারের জন্য অথবা যেকোনো শ্রেণি পেশার যে কাউকে হাদিয়া দেয়ার জন্য খুবই দৃষ্টিনন্দন ও সময়োপযোগী প্যাকেজ🎁

প্যাকেজটিতে থাকছে ৬টি ভিন্ন ধরণের আতর। যেমন,
🌺রোজ মালিকি
🌺ভিক্টোরি
🌺বাকারাত রৌজ
🌺মাস্ক রোজ
🌺কুল ওয়াটার
🌺সেনসুয়াল

আতর বাছাইয়ের ক্ষেত্রে বয়স, স্থান গুরুত্বপূর্ণ। Effortbd

বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানদের জন্য আতর এবং টুপি বিশেষভাবে গুরুত্তপূর্ণ। প্রধান দুই উৎসব ঈদ সহ সারাবছর আতর কেনা বেচা চলতেই থাকে।

আতর বাছাইয়ের ক্ষেত্রে বয়স, স্থান ইত্যাদি গুরুত্বপূর্ণ:

তাই আতর নির্বাচনে সতর্ক থাকতে হবে । আতর ব্যবহার করার দারুণ কিছু উপকারিতা রয়েছে।
১. সুবাস
২. মন ও মেজাজ রাখে প্রফুল্ল
৩. কনফিডেন্স বৃদ্ধি করে
৪. আপনাকে আকর্ষণীয় করে তোলে
5. স্বাস্থ্য উন্নত করে
6. স্মৃতি ধরে রাখে
7. অ্যারোমাথেরাপি
8. অনিদ্রা দূর করতে সাহায্য করে
9. মাথা ব্যথা নিরাময় করে

সুতরাং, আপনি আপনার পছন্দমত সুগন্ধি /পারফিউম/ আতর / ব্যবহার করবেন তখন এটা মনে রাখবেন যে, এটা শুধু আপনাকে ভালো ফ্র্যাগরেনস দিবে তা-ই নয়, এটা আপনার মুড-কে ভালো রাখতেও সাহায্য করবে /কাজেকর্মে এক ধরনের উৎফুল্লতা এনে দিবে। তাই, সবসময় নিজের পছন্দ, ব্যক্তিত্ব এবং বয়স অনুযায়ী পারফিউম বাছাই করুন। এমন কোন আতর /সুগন্ধি ব্যবহার করা ঠিক নয় যা আপনাকে মানুষের কাছে বিরক্তিকর করে তুলবে। বাছাইয়ের ক্ষেত্রে বয়স, স্থান ইত্যাদি গুরুত্বপূর্ণ। তাই এই সুগন্ধি নির্বাচনে সতর্ক থাকতে হবে ।

কল করুন : +8801826-300306-9

স্থানীয় বাজার থেকে গ্লোবাল প্ল্যাটফর্ম: বাংলাদেশের ইকমার্সের প্রস্তুতি

স্থানীয় বাজার থেকে গ্লোবাল প্ল্যাটফর্ম: বাংলাদেশের ইকমার্সের প্রস্তুতি প্রাচীন থেকেই বাংলাদেশ একটি সম্ভাবনাময়ী দেশ। বাংলাদেশ একটি বৃহত্তর বাজার, যেখানে বিশ্বের