
চিয়া সিড খাওয়ার উপকারিতা -Benefits of eating chia seeds
বাংলায়, চিয়া সিড সাধারণত “চিয়া বীজ” নামে পরিচিত (“চিয়া বিজ” হিসাবে উচ্চারণ করা হয়)। চিয়া বীজ হল ছোট, ডিম্বাকৃতির বীজ
আতর হল ভেষজ উৎস থেকে উৎপাদিত সুগন্ধী বিশেষ। আতর শব্দটি পারসিয়ান শব্দ ইতির থেকে এসেছে, যার অর্থ সুগন্ধি। আতর হলো মুসলমানদের ব্যবহৃত সুগন্ধি দ্রব্য।
প্রাচীন যুগে মিশরীয়রা এই আতর তৈরীতে বিখ্যাত ছিল। বিভিন্ন গাছ বা ফুল থেকে তারা আতর তৈরী করত কোন রকম মিশ্রণের কারুকাজ ছাড়ায়।বিখ্যাত চিকিৎসক আল শেখ আল রাইস বিভিন্ন স্বতন্ত্র সুগন্ধী তৈরী করে এর প্রচলন ঘটান।ইতিহাসে তিনি আবি আলি আল সিনা নামে পরিচিত।আজ যাকে আমরা ইবনে সিনা নামে জানি।ইনিই প্রথম ব্যক্তি যিনি গোলাপ ও অন্যান্য গাছের সুগন্ধী পৃথক করার কৌশল রপ্ত করেছিলেন।পরবর্তিতে ইবনে আল বাইতার নামে মধ্যযুগের এই রসায়নবিদ প্রাকৃতিক উপায়ে এই আতর সংগ্রহের পদ্ধতি তুলে ধরেন।
সঠিক মাত্রায় ব্যবহার করুন: আতর বা সুগন্ধি ব্যবহারের সময় উচিত সঠিক মাত্রা ব্যবহার করা। বেশি পরিমাণ ব্যবহার করলে সেটি বিপথে চলে যেতে পারে এবং দুর্গন্ধ সৃষ্টি করতে পারে।
সময়ের মধ্যে ব্যবহার করুন: আতর বা সুগন্ধি ব্যবহার করার সঠিক সময় হলো ব্যবস্থা অনুযায়ী। উদাহরণস্বরূপ,কোথাও যাবার পূর্বে, মসজিদে যাবার সময় পবিত্র কাপড় পরিধান করে, স্নানের পর আতর ব্যবহার করতে পারেন। তবে আতর ব্যবহারের পূর্বে কোম্পানি এবং আতরের নাম, ধরণ, উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ হবার তারিখ ভালোভাবে নিশ্চিত হয়ে তারপর ব্যবহার করবেন।
সুগন্ধি নির্বাচনের ক্ষেত্রে নিজের ইছাকে প্রাধান্য দিতে হবে। নিজের স্বভাব এবং মেজাজ ,পছন্দ অনুযায়ী সুগন্ধির ব্র্যান্ডকে বেছে নিন। যেটা ব্যবহারে মনে তৃপ্তি আনবে, সেই আতর ই নিজের জন্য নির্বাচন করুন।
প্রত্যেকটা মানুষকে আল্লাহ একদম ভিন্ন চেহারার, ভিন্ন স্বভাব, ভিন্ন মানুষিকতা দিয়ে তৈরী করেছেন। প্রত্যেকের রুচি, এমনকি জীবন যাত্রার মান ও ভিন্ন। তাই অন্য কারো দেহে যে গন্ধ ভাল লাগে, আপনার দেহে তা নাও লাগতে পারে। বয়স , স্থান, কাল, পাত্র সব কিছু বিবেচনা করেই মানুষ নিজের পছন্দের জিনিস কিনে থাকে না ব্যবহার করে থাকে। কাজেই সুগন্ধি কেনার আগে নিজের বয়স এবং পছন্দ অনুযায়ী কিনবেন। অবস্যই কেনার পর নিজের ত্বকের ওপর পরীক্ষা করবেন। যদি কোনো ধরণের অসঙ্গতি না থাকে তবে নির্দ্বিধায় নিজের পছন্দের ব্র্যান্ডের আতর ব্যবহার করে মনকে প্রফুল্ল রাখুন।
যথা সম্ভম চুলে সুগন্ধি এড়িয়ে চলুন। বাজারের বেশিরভাগ সুগন্ধিতে অ্যালকোহল মিশ্রিত থাকে। অ্যালকোহল চুলের জন্য ক্ষতিকারক। চুলকে শুষ্ক ও রুক্ষ করে তোলে। যদি আপনি চুলে সুগন্ধি মাখতে চান, তাহলে চুলে ভাল করে শ্যাম্পু ও কন্ডিশনিং করে নিন। এরপর দু’হাতে সুগন্ধি মেখে হাতের তালুতে নিয়ে দুহাতে ভালো করে মেখে নিন এবং চুলের ভেতর আঙ্গুল চালিয়ে তা মেখে নিন।
আমরা সাধারণত জামা-কাপড়ের ওপরেই সুগন্ধি লাগাই,ফলে একটু পরই গন্ধ মিলিয়ে যায়। যত ভাল ব্র্যান্ডই হোক না কেন, সুগন্ধি মাখার নিয়ম হল, আপনার চারপাশে স্প্রে করে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, এভাবে ব্যবহার করলে সুরভি আপনার গায়ে মেখে থাকবে অনেকক্ষন । হাতের কবজি, কানের লতি ও ঘাড়েও একটু স্প্রে করে গন্ধটা বেশিক্ষণ স্থায়ী হয়।
সংক্রান্ত সতর্ক হোন: আপনার ব্যবহৃত যেকোন ব্র্যান্ডের আতর বা সুগন্ধির প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্নতা, গুণমান এবং মেয়াদপূর্তি নির্দেশনা সংক্রান্ত তথ্যের দিকে সতর্ক থাকুন। মেয়াদ উত্তীর্ণ হলে পুনরায় নতুন আতর বা সুগন্ধি দ্রুত কিনে ব্যবহার করুন।
স্বাস্থ্য বিষয়ক সতর্ক থাকুন: আপনার যদি শারীরিক কোন সমস্যা থাকে তাহলে, চিকিৎসকের পরামর্শ নিনা। স্বাস্থ্যসম্মত হওয়ার আগে আতর বা সুগন্ধি ব্যবহার করার সম্ভাবনা আছে তা নিশ্চিত করুন।
উল্লেখিত নিয়মগুলি মেনে আতর বা সুগন্ধি ব্যবহার করা নিরাপদ। এছাড়াও আতর ব্যবহারের পূর্বে নির্দিষ্ট পণ্য বা ব্র্যান্ডের সাথে সম্পর্কিত নির্দেশিকা মেনে ব্যবহার উত্তম।
বাংলাশে অনেক আগে থেকেই অনেক ভালো মানের আতর পাওয়া যায়। আমাদের সম্পর্কে জানুন। ভালো মানের আতর সরবরাহ করে থাকি। অনেক নামি দামি প্রতিষ্ঠান আছে যারা একদম উন্নত এবং সঠিক মান সম্মত আতর উৎপাদন এবং বিক্রয়জাত করে থাকে।
দীর্ঘস্থায়ী আতর: সারাদিন শরিরে সুগন্ধি ধরে রাখতে সবাই চাই। তাই ভালো আতরের কোনো বিকল্প নেই।
বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানদের জন্য আতর এবং টুপি বিশেষভাবে গুরুত্তপূর্ণ। প্রধান দুই উৎসব ঈদ সহ সারাবছর আতর কেনা বেচা চলতেই থাকে।
৬টি ভিন্ন ধরণের আতর। যেমন,
🌺রোজ মালিকি
🌺ভিক্টোরি
🌺বাকারাত রৌজ
🌺মাস্ক রোজ
🌺কুল ওয়াটার
🌺সেনসুয়াল
জনপ্রিয় অসংখ আতরের ভিড়ে এই আতরগুলো বিশেষভাবে জনপ্রিয়।
নামের তালিকা–
• আল হারামাইন আতর
• জেসমিন আতর
• নাবিল আতর
• জান্নাতুল ফেরদাউস আতর
• সিলভার স্টোন আতর
• আরাবিয়ান উদ আতর
• রোজওয়াদ আতর
• কুল ওয়াটার আতর
• আল নুয়াইম আতর
• এহসাস আল আরাবিয়া আতর
• আল রিহাব আতর
• গুলি লালা আতর
• আল কাবা আতর
• হোয়াইট মাস্ক আতর
• ব্লাক কুস্তুরি আতর
• উদ চন্দন আতর
• আলিফ সুইট রোজ আতর
• এম্বার ক্রিম আতর
• বাখর আতর
• সুলতান আতর
• আসিল আতর
• আল হায়াত ব্লেন্ড আতর
• বডি মাস্ক আতর
• কুরাইসি মিক্স আতর
• আলিফ আতর
• আমির আল উদ আতর
• দিরহাম আতর
• নেবিয়াহ আতর
• রয়েল বখর আতর
• তায়েফ রোজ
উপরে দেয়া প্রত্যেকটি সেরা আতর গুলো- দেশি ও বিদেশী সব ধরণের ব্র্যান্ডের রয়েছে। ব্রান্ড অনুযায়ী আতরের নাম ও দামে অনেক ভিন্নতা থাকে। আতর কেনার পূর্বে অবশ্যই পছন্দের ঘ্রাণ অনুযায়ী, বয়স অনুযায়ী আতর কিনেবেন। সবগুলো আতর ই দীর্ঘস্থায়ী হয় অনেকাংশে ব্যবহারের কারনে।
শুমুখ(Shumukh) পারফিউম হলো বিশ্বের সবচেয়ে দামি পারফিউম । যার দাম ১.২৯ মিলিয়ন মার্কিন ডলার। শুমুখ একটি সুগন্ধি বোতলে যেটি সর্বাধিক হীরা সেট করা এবং দূরবর্তী নিয়ন্ত্রিত সুগন্ধি স্প্রে পণ্যের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম নথিভুক্ত করা হয়েছে। এটি দুবাই শহরে বুর্জ খলিফার আরমানি বলরুমে চালু করা হয়েছিল।
সুস্থতা ও আত্মিক পবিত্রতার পরশে নিজেকে পরিশুদ্ধ করতে আমাদের সাথেই থাকুন।
🌐সকল পন্য দেখতে ভিজিট করুনঃ www.effortbd.com
বাংলায়, চিয়া সিড সাধারণত “চিয়া বীজ” নামে পরিচিত (“চিয়া বিজ” হিসাবে উচ্চারণ করা হয়)। চিয়া বীজ হল ছোট, ডিম্বাকৃতির বীজ
স্থানীয় বাজার থেকে গ্লোবাল প্ল্যাটফর্ম: বাংলাদেশের ইকমার্সের প্রস্তুতি প্রাচীন থেকেই বাংলাদেশ একটি সম্ভাবনাময়ী দেশ। বাংলাদেশ একটি বৃহত্তর বাজার, যেখানে বিশ্বের
No account yet?
Create an Account