

ইশকুল অব লাভ
৳ 420.00 Original price was: ৳ 420.00.৳ 260.00Current price is: ৳ 260.00.
ফোনে অর্ডারের জন্য ডায়াল করুন
ডেলিভারি খরচ
ঢাকায় : ৳ ৫০.০০
ঢাকার বাইরের : ৳ ৯০.০০
রহস্যময় এক বৃদ্ধ আর কিছু দুষ্টু ছেলের কাহিনীর মাধ্যমে বইটি শুরু হয়েছে। বৃদ্ধ ভিন্ন ধরনের ইতিকাফে পারদর্শী। এদিকে দুষ্ট ছেলেরা বৃদ্ধের রোমান্সে বাগড়া দেয়ার জন্য তার পিছু নেয়। তারা এমনকি ভূত সেজে ভয় দেখানোর প্ল্যান করে। কিন্তু বৃদ্ধ কঠিন প্রেমে অটল। অচিরেই প্রিয়াকে মসজিদের পাশেই একটা ঘরে তুলে আনেন। দুষ্ট ছেলেরা পরবর্তীতে অবশ্য ভুল বুঝে। এমন কিছু জানতে পারে যাতে ‘হাজী সাহেব ও দিদিমার’ প্রতি আকাশচুম্বী শ্রদ্ধায় তাদের মন ভরে যায়।
পুরো বইয়ের অর্ধেকটা জুড়ে এই দুজন মানুষের ভালোবাসার কাহিনীর মাধ্যমে উঠে এসেছে ভারত ভাগের সময়কার দাঙ্গা-হাঙ্গামার দুঃখজনক কাহিনীসহ জীবনের চমৎকার কিছু চিত্রও। এই পর্বই তাই বেশি ভালো লেগেছে!
নীলিমা চরিত্রটি অসাধারণ। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তিনি দেখিয়েছেন—
এক. কীভাবে কথা না বলেও কারো সুন্দর স্বভাবের জন্য নিঃস্বার্থভাবে ভালোবেসে ফেলা যায়।
দুই. গুরুত্বপূর্ণ পদক্ষেপের অন্তিম সময়েও ভুল বুঝতে পারলে কীভাবে হিম্মত করে ফিরে আসতে হয়! মাদার তেরেসার ভুলচিন্তায় প্রভাবিত হয়ে যিশুখ্রিস্টের সাথে কাল্পনিক বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছিলেন। নান হয়ে কুমারী অবস্থায় চার্চে জীবন কাটানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ভালোবাসার টানে ফিরে আসেন। নিজের ভুল বুঝতে পারেন।
তিন. পল্লীগ্রামে থেকেও জ্ঞানপিপাসা ও জ্ঞানের কল্যাণে কীভাবে খেদমতে খালকের অপরূপ প্রতিচ্ছবি ও আত্মমর্যাদাবোধ সম্পন্ন এক অনন্যা হয়ে ওঠা যায় নীলিমা তার উদাহরণ।
হাজীসাহেব চরিত্রটিও অসাধারণ। যৌবনের হাজীসাহেবের চেয়ে বৃদ্ধ হাজীসাহেবকেই বেশি ভালো লেগেছে। এমন একজন মানুষ াযদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকতেন আমাদের দেশের চিত্রই পাল্টে যেত!
বইয়ের দ্বিতীয় ভাগে আছে চিঠিপত্র।
এতে সংক্ষিপ্তভাবে উঠে এসেছে ভারত ভাগের সময় হায়দরাবাদ, জুনাগড়-গুজরাত এবং সিকিম রাজ্যের স্বাধীনতা হারানোর দুঃখজনক ইতিহাস। কিন্তু বইটিতে সেসময়ের দেওবন্দী উলামায়ে কেরাম ও জমিয়তের ভূমিকার কথা উল্লেখ নেই। যতদূর জানি মাদানী রহ. অবিভক্ত ভারতের পক্ষে ছিলেন। অবিভক্ত ভারত মুসলমানদের জন্য কল্যাণকর হতো নাকি স্বাধীন রাজ্য—পাকিস্তান প্রতিষ্ঠা মুসলমানদের জন্য কল্যাণকর ছিল; এ ব্যাপারেও কিছু ধারণা পেলে আরো ভালো লাগতো যেহেতু বইটির উদ্দেশ্য গল্পের মাধ্যমে পাঠককে ভারতীয় আগ্রাসনের ব্যাপারে বাংলাদেশের মুসলমানদের সতর্ক করা। এ ব্যাপারে সত্যিই সতর্ক হওয়া জরুরী। কারণ, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা; এরই মধ্যে ভারত বাংলাদেশকে যতটুকু গ্রাস করেছে, বাঙালি মুসলমান সতর্ক না হলে বাংলাদেশ আরেকটি সিকিম হতে বেশিদিন লাগবে না।
আরেকটি গুরুত্বপূর্ণ দিকে পাঠকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ ব্যাপারে সতর্ক হওয়াও অত্যন্ত প্রয়োজন। সেবা ও মানবতার নামে ইহুদি খ্রিস্টানদের তৎপরতা; যা তখনো ছিল, এখনো আছে।
বইটিতে গল্প ও ইতিহাস দুটোই বেশ গোছানো কিন্তু কিছু ছোট ছোট অসামঞ্জস্যতা আছে যা গল্পের সৌন্দর্য একটু হলেও নষ্ট করে দেয়। ব্যকরণ বা সাহিত্য অসঙ্গতির কথা বলছি না, অসঙ্গতি গল্পের। যে কোনো সাধারণ মানের পাঠকের চোখেই এটা পড়বে। পাঠানুভূতিগুলো ছোট করে লিখতে চাই বলে অসঙ্গতিগুলো লিখেও কেটে দিলাম। কিন্তু এই ছোট ব্যাপার ছাড়া বইটি পড়তে ভালো লেগেছে অনেক। ২৫৬ পৃষ্ঠার বই, কিন্তু উঠে এসেছে জীবন ও ইতিহাসের নানা দিক।
বাংলাতে এই প্রথম কওমি ঘরানার কোনো লেখকের গল্পের আদলে লেখা ইতিহাসবিষয়ক মৌলিক বই পড়লাম। ইতিহাস জানার জন্য গুরুগম্ভীর বই পড়াটা কষ্টকর নিশ্চয়ই। তাই আশা করি সামনে এমন আরো বই পাব। আল্লাহ তাআলা তাওফিক দিন।